আগামী ১৬ই ডিসেম্বর বিজয় ‍দিবস উপলক্ষে ক্লাস বন্ধের নোটিশ।         ২০২০-২১ শিক্ষাবর্ষের নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষায় গ্রেস প্রদান পূর্বক যেসকল প্রার্থী উত্তীর্ণ (Eligible) হয়েছে তাদের রোল ও নামের তালিকা        ২০২০-২০২১ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার সিট প্লান        ২০২০-২০২১ শিক্ষাবর্ষে নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি পরীক্ষার সময়সূচি        কম্প্রিহেন্সিভ পরীক্ষার পুনর্মূল্যায়নকৃত ফলাফল (০৭/০৯/২০২১-স্মারক-৭৩৯)        কম্প্রিহেনসিভ পরীক্ষার কেন্দ্র তালিকা ও সময়সূচি        

MD. Shahadat Hossain

Chairman

প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের বানী:
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি-
আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহায়ক জনবল তৈরি অত্যান্ত প্রয়োজন। রাষ্ট্রের নিকট জনগণের অন্যতম মৌলিক চাহিদার একটি হচ্ছে স্বাস্থ্য সেবা। দেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা খুবই জরুরি। এ জন্যই সরকার জাতীয় স্বাস্থ্যনীতি নির্ধারণ করেছে যার উদ্দেশ্য হচ্ছে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সংবিধান ও আন্তর্জাতিক সনদ সমূহের আলোকে চিকিৎসাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা।
সরকার স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোঁড়ায় পৌঁছে দিতে হাসপাতাল গুলোর পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু করলেও সেগুলোতে পর্যাপ্ত সংখ্যক মানসম্মত জনবলের অভাবে সরকার তার কাঙ্খিত লক্ষ্যপূরণ করতে পারছে না। স্বাস্থ্য খাতের উন্নতি সাধন করতে হলে প্রয়োজন চিকিৎসকের পাশাপাশি হেলথ এ্যালাইড কোর্সগুলোতে আরও সুদূর প্রসারী পরিকল্পনা। যার মাধ্যমে তৈরি হবে স্বাস্থ্য সেবায় একদল মানসম্মত স্বাস্থ্য সহায়ক কর্মী।
এজন্যে সরকারের পাশাপাশি দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে, বেসরকারী পর্যায়ে এন.আই.এম.ডি.টি ম্যাটস্ এন্ড নার্সিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে মানসম্মত মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট (চিকিৎসা সহকারী), নার্স (বিএসসি নার্স, ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফারী/ধাত্রী) এবং প্যারামেডিক/স্বাস্থ্য কর্মী তৈরির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ, বাংলাদেশ ফার্মেসী কাউন্সিল, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্তি ও নিবন্ধন নিয়ে ১) বেসিক বিএসসি ইন নার্সিং ২) পোষ্টবেসিক বিএসসি ইন নার্সিং ৩)ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারী ৪)ডিপ্লোমা ইন মিডওয়াইফারী ৫) কমিউনিটি প্যারামেডিক ৬)মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট(ম্যাটস্) ৭)ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ল্যাব) ৮)ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি (ফার্মেসী) মোট ৮ টি কোর্সে সাফল্যের সহিত ছাত্র/ছাত্রী ভর্তি করে সুনামের সাথে শিক্ষাকার্যক্রম পরিচালনা করছে।
ডিপ্লোমা পর্যায়ের উল্লেখিত ৮ টি কোর্সে প্রতি বছর নির্ধারিত সংখ্যক আসনে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে মানসম্মত মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, মেডিকেল এ্যাসিস্ট্যান্ট (চিকিৎসা সহকারী), নার্স (বিএসসি নার্স, ডিপ্লোমা নার্স ও মিডওয়াইফারী/ধাত্রী) এবং প্যারামেডিক/স্বাস্থ্য কর্মী তৈরি করছে এবং এদের কর্মসংস্থানের পাশাপাশি সমাজে মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে।
আমাদের রয়েছে নিজস্ব ১টি একাডেমিক ভবন, ১ টি ছাত্র হোষ্টেল ও ১ টি ছাত্রী হোষ্টেল এবং সকল আধুনিক ও আন্তর্জাতিক মানদন্ডের ডিজিটাল ক্যাম্পাস। যেখানে থিওরি ও প্রাকটিক্যাল ক্লাসের পাশাপাশি বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা সম্পর্কে আপ টু ডেট রাখা হয়। এসব কারণেই গত কয়েক বছরে (NIMDT MATS & NURSING COLLEGE) অন্যতম সেরা মেডিকেল কলেজে পরিনত হয়েছে।

SALINA HOSSAIN

Vice-Chairman

ভাইস-চেয়ারম্যানের বানী:
স্বাস্থ্য সেবা একটি স্বীকৃত মানবাধিকার এবং এটি মানব সম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে সার্বজনীনভাবে স্বীকৃত। বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি’র অর্জনের জন্য তিন নম্বর গুরুত্বপূর্ণ ইস্যু স্বাস্থ্য সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। আর এই স্বাস্থ্য সেবার সঠিক বাস্তবায়নের জন্য চাই দক্ষ চিকিৎসক, নার্স, বিভিন্ন বিষয়ের মেডিকেল টেকনোলজিস্ট, সহকারি ডাক্তার, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য কর্মী।
এই স্বাস্থ্য সেবাকে মানুষের দোড় গোঁড়ায় পৌঁছে দিতে হলে চিকিৎসকের পাশাপাশি প্রয়োজন নার্স, বিভিন্ন বিষয়ের মেডিকেল টেকনোলজিস্ট, সহকারি ডাক্তার, ফার্মাসিস্ট ও স্বাস্থ্য কর্মী। মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এদের প্রয়োজন অনস্বীকার্য। এই প্রয়োজনীয়তা অনুভব করে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল এন্ড ডেন্টাল টেকনোলজি নার্সিং কলেজ (এনআইএমডিটি ম্যাটস্ এন্ড নার্সিং কলেজ) ২০০৬ সালে হেলথ এ্যালাইড কোর্সগুলো প্রথম শুরু করে।
সময়ের ব্যবধানে এনআইএমডিটি ম্যাটস্ এন্ড নার্সিং কলেজ থেকে পাশকৃত ছাত্র/ছাত্রীরা এখন বাংলাদেশের নামকরা সরকারী–কবসরকারী হাসপাতাল, ডায়াগনস্টিক ও ক্লিনিকে চাকরিরত আছে। বর্তমানে এই কোর্সগুলোর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এনআইএমডিটি ম্যাটস্ এন্ড নার্সিং কলেজ এর নিজস্ব ক্যাম্পাসে আন্তর্জাতিক মানের ল্যাব স্থাপন করেছে। রয়েছে ফুল টাইম এমবিবিএস, বিএসসি, এমএসসি নার্স শিক্ষকসহ বৃহৎ শিক্ষক মন্ডলী।
এনআইএমডিটি ম্যাটস্ এন্ড নার্সিং কলেজ এর শিক্ষার্থীদের প্রাকটিক্যাল ক্লাসের পাশাপাশি ইন্টার্নী করানো হয় সরাসরি সরকারি হাসপাতালগুলোতে। এছাড়া শিক্ষার্থীদের একাডেমিকভাবে শক্তিশালী করার পাশাপাশি নিজস্ব ‘জব প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করা হয়। এসব কারণেই গতানুগতিক অন্য যেকোন প্রতিষ্ঠানের থেকে এনআইএমডিটি ম্যাটস্ এন্ড নার্সিং কলেজ স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী।স্বাস্থ্য সেবা শিক্ষার এই মহান কর্মোযজ্ঞে সরকারের পাশাপাশি অবদান রাখতে পেরে এনঅইএমডিটি শিক্খা পরিবার গর্বিত।

Rafi Al-Hasan

Director

পরিচালকের বাণী: ডিজিটাল বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে স্বাস্থ্য সেবার সর্বোচ্চ উন্নয়নের প্রয়োজন এবং তার পাশাপাশি আরও প্রয়োজন গুণগত ও শতভাগ মানসম্মত স্বাস্থ্যসেবা কর্মীদের। বিগত ১৫ বছর ধরে এন আই এম ডি টি এডুকেশন গ্রুপ সফলতার সাথে অসংখ্য স্বাস্থ্যসেবা কর্মীদের গুণ ও মান যাচাই করে আসছে এবং ভবিষ্যতেও করবে। এন আই এম ডি টি এডুকেশন গ্রুপের অধীনে এন আই এম ডি টি ম্যাটস এন্ড নার্সিং কলেজ এর মাননীয় চেয়ারম্যান, সম্মানিত প্রিন্সিপাল এবং অভিজ্ঞ ও সেরা শিক্ষকমন্ডলীরা প্রতিটি শিক্ষার্থীর সাথে সর্বদা বিনয়ী। এন আই এম ডি টি এডুকেশন গ্রুপ শিক্ষার্থীদের সঠিক পরিচর্যার জন্য তৈরি করেছে শিক্ষাবান্ধব পরিবেশ এবং ধূমপান ও রাজনীতি মুক্ত প্রতিষ্ঠান।

Basanti P Costa

Principle

অধ্যক্ষের বাণী: মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে এন.আই.এম.ডি.টি নার্সিং কলেজ ২০১৪ সাল থেকে মানুষকে সেবাব্রতী হওয়ার জন্য এবং এই দীক্ষায় দীক্ষিত করার লক্ষ্যে প্রতিবছর ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সু স্বাগতম জানাই।এবং নার্সিং পেশা কে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়ার জন্য আহ্বান জানাই।
ডাক্তারি চিকিৎসার পাশাপাশি না আসে প্রয়োজন অনস্বীকার্য ।নার্সিং পেশা মানুষকে সেবা করার সুন্দর সুযোগ করে দেয় এবং জীবনের চলার লক্ষ শুরু করে দেয়।
এন আইএমডিটি নার্সিং কলেজ এমনই একটি প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের আদর্শ সেবিকা হিসেবে গড়ে তুলতে পারদর্শী অভিভাবকদের আশ্বস্ত করতে পারি যে তাদের সন্তানদের সুযোগ্য করে তোলার জন্য এ প্রতিষ্ঠানের উপযুক্ত শিক্ষাঙ্গন।শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার সমন্বয় করার জন্য আমরা সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে দক্ষ নার্স গড়ে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ। বর্তমান বিশ্বে নার্সিং পেশার ব্যাপক চাহিদা ও বাস্তব সেবা কাজের অবদান সত্যিই অনস্বীকার্য। এটি এমনই একটি মহৎ পেশা যা অন্য কোন পেশাতে নাই। উদারভাবে আর্ত মানবতার সেবার কাজে হাত বাড়িয়ে দিন সবার নিকট আমার এই উদাত্ত আহ্বান।
এই প্রসপেক্টাসে ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের যোগ্যতা প্রক্রিয়া পড়াশোনার বিদ্যমান বিভিন্ন সুবিধা রয়েছে।বিজ্ঞান শিল্প সাহিত্য ও শিক্ষার বাস্তবতার চর্চায় শিক্ষার্থীরা এগিয়ে যাবে বিশ্বের সঙ্গে একাত্ম হয়ে দেশে সম্মান রক্ষা করবে আমি তা বিশ্বাস করি। কোর্স পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতি সহ অন্যান্য বিষয় আলোচনায় প্রসপেক্টাসে করা হয়েছে আমি বিশ্বাস করি প্রসপেক্টাস আগ্রহী প্রার্থীদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য এন আইএমডিটি ভর্তির সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযোগী হবে।
আমি এন আইএমডিটি নার্সিং কলেজের মাননীয় চেয়ারম্যান মহাদয় এবং সম্মানিত সকল সদস্য এবং একাডেমিক কাউন্সিল কে আন্তরিক ধন্যবাদ জানাই যারা এই কোর্সটি চালু করতে বিশেষ অবদান রাখছেন এবং আমাদের এই বাংলাদেশকে বিশ্বের কাছে একসেবা মডেল হওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

যোগাযোগ